ফুলের প্রলোভনে আমি ময়দানে বসে
অস্ত্র ফেলে চিনাবাদাম খাব,
তারপর রসিয়ে আড্ডা দেব
পরমাণু নিরস্ত্রীকরণে স্বাক্ষর করা-
সেইসব দেশের রাষ্ট্রপ্রধানগণের সাথে।
জানি, তারা অহেতুক যুদ্ধ বিরোধী!
এক গ্লাস জলে তৃষ্ণা মিটিয়ে,
সামরিক উর্দি খুলে রেখে,
তাকিয়ে দেখব ধবল আকাশ।
বালকের ঘুড়ি উৎসব মনে করব বারবার,
স্মৃতি হাতড়ে-
শৈশব ফিরিয়ে আনব উদাসীন মনের অন্দরে।
তারপর-
মিলিটারী কায়দায় একগ্লাস লেবুর শরবত-
হাতে নিয়ে অন্যমনস্ক হব,
বিরল সম্মানে উপেক্ষা করে যাব-
সামরিক কুচকাওয়াজ।
আর তোমাকে ভেবে ভেবে-
করে দেব ভাবলেশহীন সময় পার,
এরই মধ্যে দিয়ে যুদ্ধ শেষ হবে!
তুমি আমাকে গোলাপ ফুল দিও,
আমি ফুল ভালোবাসি প্রাণের অকুন্ঠ আবেশে।
ফাগুনে যেমন কৃষ্ণচূড়া ফুলে সেজে ওঠে প্রকৃতি,
আমিও ঠিক তেমন করে তোমাকে সাজাতে,
যুদ্ধোত্তর ময়দানে করি রকমারি গোলাপের চাষ!
০৮/০৬/২০২৪
০৭ঃ০০ সন্ধ্যা