আমাদের সংকল্পগুলো-
তিনবেলা খাবার পায় না,
বিনা শুমারীতে মৃত্যু ঘটে-
শত শত ইচ্ছের,
না-মরদ ব্যাটাও রমনীর-
ভালোবাসা চায় উজাড় করা,
তোমাদের নিয়ে ভাবতে পারে-
পাড়ার ওই সারমেয়র দল।

আমি তবু দ্বিধা হবো না।

তোমরা যারা এবং
আরো যারা যারা,
চেতনা বেচে খাও,
তাদের নিয়ে কোন-
বানোয়াট গল্প হবে না।
সত্যের স্বীয় স্বীকৃতির আদলে,
নিরেট নিখুঁত ক্যারিশমায়
আমিও উজাড় করে দেব-
প্রাণপণ,
সীমিত সাধ্যের অপরিসীম আগ্রহ।

তারপর একদিন হারিয়ে যাব।
ওই দূরে হারিয়ে গেলে-
কেউ খুঁজে পায় না,
খোঁজ রাখে না!

২১/০২/২৪