প্রিয়তমা তুমি,
এই অবেলায় এসে হামাগুড়ি খাও
শ্যাম-কূল বলে আর কিছু থাকলো না
বর্ষায় জলে নামে প্লাবন ঢল
তুমি তার একটুও খবর রাখলে না

আমি যেনো কানামাছি খেলি নিজে নিজে
আমি রোদে শুকাই, আবার আমিই যাই ভিজে

আহ্ এই বর্ষাদুপুর যদি জলে ভিজে
রোদে পুড়ে হয়ে যেতো খাক
আমিও রাখঢাক না করেই বলতাম
থাক! ওসব থাক!

প্রিয়তমা তুমি,
মেঘ ওড়াও হাওয়ায় টানটান করে বুক
পাজি কোকিল গলা থামিয়ে হয় উৎস্যুক
ওই কোকলেরও কোকিলা আছে
তবু তার চোখ জোড়া বেশুমার অস্থির
অথচ, কোকিলাও বসে থাকে অপেক্ষায় অধীর!

০৪/১০/২০২৩
১২ঃ৩৪ রাত