এ শহরে তুমুল আলোচিত হোক একটি নাম
আমি চাইব সে নামটি যেনো তোমারই হয়

ঝোড়ো হাওয়ায় বয়ে যাক
হিমশীতল অনুভূতি নিয়ে,
লাগাতার ক্ষয়ে যায়
নিখুঁত দুঃখ ধরে রাখা পাথরটিও।

তারপর মেঘগুচ্ছ উড়ে উড়ে দূরে যাবে
আকাশও ক্ষণে ক্ষণে রঙ বদলাবে
শুধু আমি ও আমার চোখে একই পট
তার কিছুই অন্যের ওপর নির্ভর করবে না।

একটি পাতায় পড়ে থাকা শ্বেতবর্ণ
কত যে ঝিকিমিকি রূপ তার
এ যেনো আমাকে দেয়া প্রকৃতির উপহার!

সেও আমি তোমাকেই তুলে দিতে চাই
নাম হোক অহংকারের ধ্বনি
সে নামটুকু কেবলই তোমার জানি।

০৫/১০/২৩
১১ঃ৩৬ রাত