আহত জোছনার মত চুইয়া পড়ি
জোনাকিরা মরে যায় বিমর্ষ বিদ্রুপে
মাটির স্পর্শ পেতে যারা মরিয়া
ভেবে দেখেছি তারাই আজ অথৈ দরিয়া
হোক সে, নগর নক্ষত্র দিন রাত
অভিমানে ছুঁয়ে যেয়ো বেসামরিক কায়দায়
অভিনন্দন কি অভিবাদন যেন নীল নীলা অক্ষর
অবাক বিস্ময়ে দেখি অমানিশায় তামাশা প্রহর
যেখানে ঘর চায় ঘরহীন যারা
দেহতরী বেয়ে যাওয়া সময়ে নির্মিত প্রণয়ে
আসুক, না থামুক বিষণ্ন সন্ধ্যার গাল-গল্প
২৪/০১/২০২৩
০১ঃ৩৪ দুপুর