আমি বোধহয় মন খুলে কথা বলতে পারতাম, বলছিনা!
বলছিনা বললেও ভুল হবে,
আপন জগতে আমি তীব্র প্রতিবাদী ছিলাম।
অথচ আমার প্রতিবাদ ছিল নিজের বিরুদ্ধে
বিরুদ্ধ সময়ের সহজাত অসময়ের বিরুদ্ধে।
আর যারা আমাকে প্রতিবাদী হতে বলে
নিজেরা চুপ ছিল, তা ছিল নিতান্তই অলস সুখ,
তারাই আজ সোচ্চার, ঠিক স্রোতের অনুকূলে।
তারপরও আমি প্রতিবাদের ভাষায় তুলে নিলাম
নিশ্চুপ নিরবতা নামক প্রতিবাদ মুখরতা।
কী প্যাড টাচস্ক্রীনের উপদ্রুত আঙুলে,
আমি সময়কে লিখে রাখি অনাড়ম্বর।
আমি আমার আমিকে খুঁজে ফিরি হররোজ,
আমি ইতিহাস খুঁজে ফিরি নৈমিত্তিক আবেগে,
আমি অন্য আলোয় খুঁজি সময়ের প্রতিবিম্ব।
কোন কিছুই আমার নয় বলেও যারা বাতচিত করে,
তাদের বলি-
আমি দাবানল নেভাই, উত্তপ্ত জলে
আমি ফাগুন আহ্বান করি প্রাকবসন্তের কালে।
০৯/১০/২০২৪ খ্রিঃ
রাত ১০:০৯