আজ 'মানুষ' উপেক্ষা করার দিন
মানুষের প্রেম-কাম, কামময় প্রতীক্ষা,
উপেক্ষা করার দিন।
এভাবেই একদিন উপেক্ষিত হতে হতে
আমরাও নির্বিকার হয়ে যাব।
আমরা শীতল রৌদ্র উপেক্ষা করে,
শারীরিক বার্ধক্যজনিত ব্যাধিতে ভুগছি
আর বলছি রাষ্ট্র ব্যার্থ, রাষ্ট্র ব্যার্থ!
অথচ, মাতৃগর্ভ ছেড়ে আসার পরই তো
শীতনিদ্রায় মগ্ন হবার কথা ছিল,
কত শত ক্রোধ উপেক্ষা করে করে।
আমরা আজও ক্ষোভে ফুঁসছি!
কেউ আমাদের ক্ষেপিয়ে তুলছে,
এই অতিরিক্ত অনুশোচনাহীন ক্ষেপণাস্ত্রসম-
ক্রোধ আমাদের উন্মত্ত হতে শিখিয়েছে।
শিখিয়েছে পৈশাচিক উন্মত্ততা পুঁজি করে,
মানুষ মারার নারকীয় তান্ডবলীলা!
আমরা ক্ষেপে আছি, ক্ষেপে থাকতে চাই বলে!
২০/০৯/২৪
০২ঃ৫৮ রাত