বর্তমানে অনেকেই কবিতা লেখে । কারো কারো কবিতা খ্যাতনামা কবিদের কবিতার চেয়েও ভাল হয় । এদের অনেকেরই বয়স কম । কেউ কেউ ফেসবুকই সীমাবদ্ধ ,আবার কেউ কেউ ব্লগে লিখে । কারো কারো দু একটা ম্যাগাজিন পত্রিকায় ছাপা হয় । পত্রিকা ,ম্যগাজিন গুলো আমার মনে হয় নতুনদের তেমন একটা দাম দেয়না । কবিতা পাঠালে প্রকাশ করতে চায়না ।
নতুন কবিরা তাহলে কোথায় যাবে ? তাদের কবিতার মূল্যায়ন না হলে জীবনের পিছে ছুটতে ছুটতে কবিতা তো হারিয়ে যাবে ।
প্রকাশনার কথা না হয় নাই বললাম ,তারা তো টাকা না হলে নবীন কবির কবিতা ছাপায় না । আবার ,এখন কেউ কেউ নতুন দের দু একটা করে কবিতা কিছু টাকা নিয়ে সম্মিলিতভাবে ছাপিয়ে ব্যবসাও করে ।
নতুন কবিরা কি শুধুই এভাবে অবমূল্যায়ন হতেই থাকবে । কেউ কি থাকবে না তাদের পাশে ।