সময় সে তো বয়ে চলবে চিরদিন
তারি মাঝে কিছুকাল তোমার আমার।
কিছু সময় দেয়া হয় তোমাকে, আমাকে
কিছু করে দেখানোর জন্য।
সময়কে গুরুত্ব দেইনা, যাকনা সব চুলায়
উপভোগ করে নেও, যতদিন বাঁচ।
কিছু করার অসময় তো নেই
ভীষন ব্যস্ততা জীবন চালানো।
কিছু করা আমাদের জন্য সম্ভব নয়
আমরা সাদাসিধে স্বপ্ন দেখি।
কিছু উপার্জন, সুখি সংসার
এইতো সব, এইতো জীবনের মানে।
ভাবি কিছু করব, কিছু দেখাব পৃথিবীকে
না না বাস্তবে নয়, অত বড় নই
রাতে ঘুমানোর পর অবচেতন
মনের কুলক্ষনের স্বপ্ন এটা।
সময়ের গুরুত্ব আমাদের জীবনযাপনে
একটু বাড়তি উপার্জন , একটু স্বচ্ছলতা
একে অসময়ের কাজ বললেও
এটাই আমাদের আসল সময়ের কাজ।