হালকা শীতের উষ্ণতার তোমাইয় ছোঁয়া,
ফুলের স্নিগ্ধতায় তুমি শোভিত।
মন কান্তারের বনাঞ্চলী বিথীকার,
সবুজ ধান কাউনির মাঠের
মৃদু বাতাসের প্লাবতা তুমি।
হয়ত একদিন খুঁজে পাবো তোমায়,
নিশ্চিত আমি সেদিন পৌঁছে যাব,
জীবন নগরের প্রেমের হাটে।
আর সেই ভবিতব্যের যাদুর শহর,
আছে বসে নিমগ্ন প্রতীক্ষার প্রহরে।
আমি এক স্বপ্নচারী,
তুই আমার স্বপ্নের রানী।