মেঘ কে পদতলিতে রেখে আজ আমি পাহাড়ের চুড়ায়,
ঝির্ন আমি,
বিস্তৃরিত হয়ে ভালোবাসাটা মেঘে মিশে কালো রুপ ধারন করেছে,
একে একে মেঘ এর স্তুভ জমা হয়ে বাতাসের সাথে নীল আকাশের বুকে ছড়িয়ে যায়,

বালিকা!
মেঘের একটা ঘ্রাণ আছে, তোমার নাকে কি সেই ঘ্রাণ আসে ?
তুমি বারান্দায় দাঁড়িয়ে উদাসী মনে শেষ বিকেলটা উপভোগ করছো,
বালিকা তুমি কি জানো?
শেষ বিকেলের সোনালী আভায় তোমায় কত সুন্দর লাগে।

বালিকা!
মেঘ আর তোমার সাথে তুলনা হয়না,
মেঘ রাগলে যেমন টা কালো রুপ ধারান করে বৃষ্টি ঝরায়,
ঠিক তুমিও রাগলে চোখ লাল করে বৃষ্টি ঝরাও।

বালিকা!
আমি চাই তুমি মেঘ হয়ে বৃষ্টি ঝরাও
আমি সেই বৃষ্টি বৃষ্টিতে ভিজতে চাই
তোমার দুঃখ মচন করার জন্য ।

বালিকা!
মেঘ যেমন বৃষ্টি ছাড়া পরিপূর্ণ  হয়না,
তুমি তেমনি, আমার না হলে আমি পরিপূর্ণ  হবনা।