তোমায় খুজতে খুজতে আমি বড়ই ক্লান্ত হয়েছি
এ শহরে বৃষ্টি শেষে যা রোদ পরেছে না।

অনেক গরম!
দেহ থেকে ঘাম এর  ঝর্না হচ্ছে,
এ গীস্মে বর্ষায় আমি বাদলা দিনের প্রথম কদম হাতে ঘুরেছি তোমার শহরের প্রতিটা অলি গুলিতে
দাঁড়িয়ে শহরের বাস স্টপ এ।

ক্লান্ত এ দেহ,
ক্লান্ত এ দেহ।।

হাত পা ছেড়ে বসে পড়লুম তোমার শহরের কলেজের  ৫ং গেটে --
যেখানে!

প্রতি নিয়ত পাখির কিচির মিচির শুনা যায়,
সবুজ এ সবুজ অরণ্য খেলা করে গা ঢাকা দেয়-
জোড়া ময়না শালিক - বেঞ্চেতে গা খুটায়-

এক গ্লাস পানি হবে-
বড্ড ক্লান্ত আমি-
খুব তৃষনা পেয়েছে ।