তুমিও হাতজোড়া বেঁধেছো চুড়ির প্রথায়,
আয়না দেখেছো,
মাথার সিঁথিতে করেছো প্রেমের উদ্যান,
কপালে পরেছো টিপ,
হাতে এঁকেছো সংসাররেখা,
বুকে ডেকেছো চন্দ্রকান্তি জোৎস্নাপ্রাবিত দ্বীপ,

আমার জন্য মিস্ট্রেস।

এবং আমিও,
আমিও তোমার কাছেই যাবো,
ঝড় আর প্লাবন পাড়ি দিয়ে?তথাস্তু,
আগুন খেয়ে বুক জ্বালিয়ে?তথাস্তু।
সমস্ত শক্তি দিয়ে একটা আকাশ ফেলে দিবো শামিয়ানা,
এসো-
চুম্বনে শরীরবিলে বুদ্বুদ তুলি অলকানন্দা জলের মতো,
ডুবে যাই নুনস্বাদ প্রেমে,
চোখের পাতায় নির্নিমেষে শুরু করি দৃষ্টিব্রত,
এসো আলিঙ্গন তুলি গিনেসবুকে,
স্বস্তি তুলি নুন-নুন ঘামে,
তারপর ভেজা গায়ে শুয়ে পড়ি ক্লান্তির ফুয়েলে,
আমি ডানে,তুমি বামে।

০৯ ফেব্রুয়ারি,২০১৭
দোপাথর