একটা চাঁদ নির্নিমেষ তাকিয়ে আছে আমার দিকে,
হাসছে,দেখছে,অথবা জানলার গ্রিল ধরা হাতে খাচ্ছে চুমো,
পকেটের গোলাপে দিচ্ছে উঁকি,
তাকে বলতে হবে তোমার মতো রূপালি,
তোমার মতো স্নিগ্ধা,
তোমার মতো স্পর্শ অলৌকিক,
অথচ আকাশ,সিগেরেট ফুঁকে ফুঁকে করছে ভীষণ মাস্তানি,
জ্বলে যাচ্ছে চোখ,
ডুবে যাচ্ছে মুখ,
বারবার টেনে নিচ্ছে,ক্রমে ক্রমে উগরে দিচ্ছে বাকবিতণ্ডায়,
সেদিন থেকে- চাঁদটা আমার বুকে রাখি,
গভীর রাতে চাঁদ হিশেবে ফটোগ্রাফে তোমায় দেখি।
০৮ ফেব্রুয়ারি,২০১৭
দোপাথর।