শরীর থেকে তুমিময় এক টুকরোর সার্জারি হতে যাচ্ছে,
অথচ আমি এগিয়ে দিচ্ছি কাঁচি,ছুরি,যথার্থ নিশ্চিত হয়ে
মানুষের ভাষায় একে হৃদয় বলে,
কিন্তু আমি বলছি নেবুলাইজার।
কেবল তোমার মুক্তশ্বাসে উদ্ধার হয় বড্ড অকেজো হৃদযন্ত্রক্রিয়া,
জব্দ হয় মিনমিনে সস্তাদরের পরকীয়া।
মানুষ একে হৃদয় বলে ধরে রাখে খাঁচা-খাঁচা বুকে,
অথচ আমি বের করে আনছি নিজের হাতে,
সত্যবদ্ধ প্রাণসহ এগিয়ে দিচ্ছি তোমাকে-
কেটে কেটে কুচিকুচি করে নাও প্রাত্যহিক ব্যবচ্ছেদ।

০৫ জানুৃয়ারি,২০১৭
দোপাথর,(শিবপুর,নরসিংদী)।