শতাধিক মানচিত্র একত্র করে সয়লাব করে দেই,
আর দুষ্টুরা ভাতের প্লেটের মতো উল্টে দেয় আকাশ
ফলে কান্নাসমেত সাঁতরানোযোগ্য জলভাগ থেকে আসতে থাকে অনবরত ডুবডুব শব্দ।
আমরা পুঁজি করি ধর্মজ্ঞান
শুনুন,শুনুন,শুনুন-
বুকের ভেতর শুনতে পেলাম মিনারকাঁপা আজান।

তবে অধিকারভুক্ত বাতাস পেয়ে খুশি,
আকাশ পেয়ে দাবি করি চাঁদ আমাদের মাথার উপর।

আমরাও করি কামশাস্ত্রে রতিক্রিয়ার সফল চাষ,
খোলি,খোলি আমরাও খোলি বিলাসবহুল অন্তর্বাস।

উড়াবো কী মাথা খেয়ে আকাশে লাজ-লজ্জারবাণী?
উড়াবো না বাতাস পেয়ে লুঙ্গি,পরার শেরওয়ানী

ছিটিয়ে দেই বাতাসে তাই কেরোসিন আর আগুনরাগী।

পুড়ে যাক বিশ্বব্যাংক,ধনিকবধূ জাতিসংঘ
পুড়ে যাক সঙ্গমরত অতুল-প্রসাদ বঙ্কিম অঙ্গ,
রাত হলে যে ইউরেশিয়া পরকীয়ায় চুমো খায়,
আসাম শাড়ি টেনে মৃদু মৃদু লজ্জা পায়,
পৃথিবী বোকার মতো সঙ্গম দেখে যায়
ভাতের প্লেটের মতে উল্টে দেই পৃথিবী।

১৪ জানুয়ারি,২০১৭
দোপাথর,(শিবপুর,নরসিংদী)