সোঁদা মাটির গন্ধে প্রান জুড়ায়
এই শহরে ধুলোর ভিড়ে
মাটি পাওয়া দায়
ফিরে যাই আমার গোমতীর তীরে ।
মফস্বলের সেই গলির মুখে
আজ ও দাড়িয়ে থাকে কেউ
লুকিয়ে হাতে সিগারেট সুখে
সেই দিন গুলি জীবন থেকে উধাও।
তরুনিরা আজ ও রাস্তা দিয়ে হাটে
আজ হয়তো আমায় দেখবে সে
ভাবে আমার মতোই কোন বখাটে
দিন শেষে একাই থাকে বসে ।
বৃষ্টি মানে ই ভিজে ফুটবল খেলা
তোমার সেই বারান্দায় দাঁড়ানো
সেই দিন গুলি যায় কি ভোলা
অজান্তেই নিজের কাছে হারানো।
সোঁদা মাটির গন্ধ আজ ও আছে
তোমার আমার বয়স বেড়ে গেছে ।।