অচিন পুরে তুমি থাকো
মনে তুমি কারে রাখো
আমায় তুমি নাই বা ডাকো
চোখে কেন আমায় আকো ।
অচিন পুরে অচেনা তুমি
চেনা আমার হলে না
মিছেই আমার সব পাগলামি
তোমায় ছাড়া ভালো লাগে না ।
অচিন পুরের অচিন মেয়ে
তোমার আশায় থাকি বলে
তুমি দেখো না আমায় চেয়ে
ভাসা ও আমায় অশ্রু জলে ।
অচিন পুরে র তুমি পোড়া ও
পুড়ে পুড়ে হচ্ছি আমি ছাই
তুমি সেই অচিন পুরেই হারা ও
একাই আমি নীল হয়ে যাই ।
অচিন পুরে তোমার বসবাস
তোমার চোখে ই আমার সর্বনাশ ।।