দিন গেলো মাস গেলো
জীবন থেকে বছর ও হারালো
পেলাম বা হারালাম কি হবে হিসেবে
জীবন এভাবেই কেটে ই তো যাবে ।
বছর শেষে নতুন বছরের শুরু
এইবার ক্ষমা করে দিও গুরু
আর করবো না জীবনে কোন ভুল
করবো না মিছেই কোন হুলুস্থুল ।
সুখের চেয়ে দুঃখ বেশি
তার জন্য আমি ই দোষী
আমি দুঃখ বিলাসী বলি আমায়
মিছেই অশ্রু জমে চোখের কোনায় ।
অনেক ভানের আপন হয়েছে পর
আমার হইনি এখনো আপন ঘর
ঝড় এ পাশে ছিল কিছু চেনা মুখ
যাদের দেখলেই বুকেতে লাগে সুখ ।
হারিয়ে গেলো জীবন থেকে বছর আরেক
আশা রাখি নতুন বছরে আশা রবে হরেক ।।