কেউ নেই পাশে একাকী ভীষণ তাই
মেনে নিয়ে একাকীত্ব গান গেয়ে যাই
নীরব চারিদিক সাথী আমার নিস্তব্দতা
এইতো জীবনের কঠিন বাস্তবতা ।
হাতের সিগারেট ছাই হয় পুড়ে
ছাই আর ধোয়া আমার ঘর জুড়ে
ছাইদানি টা পূর্ণ হয়ে যায় বারেবারে
আহা জীবন হারায় অপূর্ণতার অন্ধকারে ।
আমার জীবনে ও আলো ছিল সত্যি
আমার ঘরে এখন অন্ধকার ভর্তি
হারিয়ে গেছে জীবনের সেই ছন্দ
সময়ের সাথে বেড়েছে শুধুই দন্ধ ।
আমার আমি হারিয়ে গেছি কবে
ভুলেই গেছি বেঁচে আছি না শবে
জীবনের পরিণতি কেউ কি জানে
একেই সবাই জীবন বলে মানে ।
একাকী ভীষণ আনমনা উদাসী
আশে পাশে শুধুই উপেক্ষার হাসি ।।