অল্প অল্প করে জীবন সাঁজে না
একটু একটু করে দুঃখ আসে না
অল্প করেই ভেঙ্গে যায় বারবার
এক জিবনেই দুঃখ আসে আবার ।
অর্থের দুনিয়াই অর্থই এখন সব
সবাই বলে অর্থই দ্বিতীয় রব
অর্থে কি আসলেই সুখ আসে
অর্থে র সুখ কারো জলে ভাসে ।
অসময়ে আপন জন হয় পর
অতিথি আমি ই আপন ঘর
সময় ছিনিয়ে নেয় অনেক কিছু
তবু ও ছুটেছি সময়ের ই পিছু ।
প্রিয়ার চাহনি হঠাত বদলে যায়
সে আমার ছিল চেনা বড্ড দায়
আনমনেই হাসি এই কি ভালোবাসা
হারিয়ে ফেলি আমি বলার ভাষা ।
অর্থের জন্য জীবন কখনো ই নয়
যদি অর্থ ছাড়া জীবন অসম্পূর্ণ রয় ।।