সুখের আশায় দুখের বাড়ি
আহা সুখ সে তো স্বপ্নেই রয়
মিছেই জীবন জুড়ে আহাজারি
জীবন কি স্বপ্নের মতো হয় ?


এক জীবনে কতো কিছু করা
একটু সুখের আশায় বাড়ে খরা
তব ও সুখ দেয় কি ধরা ?
মিছেই সুখের আশা করা ।


যা আছে তাই নিয়ে সুখি হও
সুখের আশায় সময় হলো নষ্ট
হারিয়ে যাবার আগেই জীবন পাও
এক জীবনে আর কতো টা কষ্ট ।


কষ্টের মাঝে বেঁচে থাকাই সুখ
মেনে নাও কষ্ট কম হবে তবে
নাহয় সারাজীবন কাদবে লুকিয়ে মুখ
জীবন একটাই গেলে আর কি পাবে ?


দুঃখ কে সুখ ভেবে জড়িয়ে নাও
জীবন সুন্দর যদি দেখতে পাও ।।