বিশটা বছর আগে তোমার কথা ভীষণ
মনে পড়ে মা;
এখন কি আর নাই সুযোগ ফিরে যাওয়ার?
যেদিন শুনতাম গান তোমার মুখ থেকে
অর্ধেক ঘুম চোখে;
তখনতো আমি ছিলাম ছোট
তাই ভুল করে চেয়েছিলাম বড় হতে
মাগো ক্ষমা করো আমায়।
তোমার থেকে স্বাধীন হতে
সমাজে হলাম পরাধীন;
বুকের জঞ্জাল একে
একে বেড়ে চলে;
দিনের আলোয় দেখা স্বপ্ন গুলো
বাস্তব আর হয় না।
মনে পড়ে মা পাখিদের কথা;
পালিয়ে যেতাম তোমার থেকে
বেড়া ফাঁকে গলিয়ে মাথা।
হারিয়ে যেতাম আম-নারিকেল-বট ডালে
পাখিদের খোঁজে।
তোমাকে দিয়ে ফাঁকি
আমি পাখি
একে একে মিশে যেতাম ঘাসবনে
ফড়িং এর জন্য;
সেদিন বুঝিনি আজ বুঝি, ছিলাম আমি ধন্য।