তুমি তো প্রেমিকা নও?
আগে কখনো তোমাকে দেখিও নি।
অথচ তোমার দুই চোয়ালে
হাত রেখে বলতে ইচ্ছে করে
কোথায় ছিলে?
তুমি তো মানুষ নও! কোন মায়াবী!
বন্ধ কপাট
জানি খুলবে না।
অথচ তুমি খুললে!
খুলজার সিন সিন মন্ত্রে।
কোথায় ছিলে?
চাঁদের আলোয় মুছেচে
কত ঘুঁটঘুঁটে রজনী।
রাগে-কল্পনায়
প্রেমিকেরা ঝাড়ু দিয়েছে উঠানে
ধোঁয়া চোখে ফু দিয়েছে উনুনে
অথচ তুমি
কোথায় ছিলে?
শিরিষের ডালে ঝোলে চাঁদ
চকচকে হয় নিশি
গল্পেরা ইতি টানে
ভেজা দুচোখে
আমার দুচোয়ালে হাত রেখে তুমি বলো
কোথায় ছিলে!