হঠাৎ করে বৃষ্টি এল
ছাতাটা বার করতে লাগলাম
বৃষ্টি বলল সে বনলতার জন্য এসেছে
আর বার করলাম না
ভিজলাম বৃষ্টিতে,
আর ভেজালাম নিজেকে
তারপর বৃষ্টি থেমে গিয়ে রোদ উঠল
আস্তে আস্তে প্রখর হল রোদ
অসহ্য হয়ে উঠল সবকিছু
কাছে সম্বল ছিল সেই ছাতা
কিন্তু রোদ বলল
সেও বনলতার জন্য এসেছে
তাই প্রখর রোদটাও
হয়ে উঠল আনন্দময়
তারপর সন্ধ্যা হল
অন্ধকার হয়ে উঠল চারিদিক
সেই সাথে আমার ঘরটা,
কাছেই ছিল দেশলাই
আলো জ্বালাতে গেলাম
কিন্তু সেই.........!
বলল, সেও এসেছে বনলতার জন্য
আর আলো জ্বালানো হল না
তারপর গভীর রাতে জ্বর এল
কম্প দিয়ে উঠল সমস্ত শরীর
উঃ সে কি অসহ্য কষ্ট
কাছেই টেবিলে ছিল প্যারাসিটামল
সেটাও আর খাওয়া হল না
কারন সেও নাকি
বনলতার জন্য এসেছে
এরপর হয়তো মৃত্যু আসবে
সেও হয়তো বলবে যে
সে বনলতার জন্য এসেছে
তখন যদি আমার কোনো
বাধাঁ দেবার উপায় থাকে
তাও আমি দেব না
কারণ মরতে আমার কোনো আপত্তি নেই
শুধু কামনা করি
মৃত্যর আগে সে যেন
একবার আমার জীবনে আসে
সেই বনলতা........!
সেই জীবনানন্দ দাশের বনলতা