কত কাজল চোখ দেখলাম
কিন্তু সেই কালিতে কোনো ছাপ
ফেলতে পারিনি
বালির উপরে নিজের অপরাধ গুলো
লিখেছিলাম মুছে যাবে বলে
কিন্তু সেগুলো আজও অক্ষত অবস্থায় বিদ্যমান
জানিনা কবে সে আবার সাজা শোনানোর জন্য
তৈরি হচ্ছে
আমার অবস্থা উন্মাদের থেকে
ভালো না হোক
অন্তত সমতা চাই
আজ আমি তেমন সঙ্গী চাই না
যে সমতার নাম করে আমার
বাকরুদ্ধ করে
যদিও একসময় আমি নিজেই নিজেকে
বাকরুদ্ধ করেছিলাম তার কথা শোনার জন্য
জীর্ণতা আজ উদীয়মান
পাথরেরা আজ স্লোগান দেয়
দায়িত্বশীল ব্যক্তিরা আজ
হিমোফিলিয়ায় ভুগছে
তাই পৃথিবীতে আজ প্রেমিকের অভাব নেই
অভাব শুধু বিপ্লবীর
তাই আমি বিপ্লবী হতে চাই