তোমার কাছ থেকে যদি
একটা কলম উপহার পাই
তাহলে লিখে দিতে পারি দু-চারটে কবিতা
ভালো লাগাতে পারি
সমুদ্রের একঘেয়েমি ঢেউকে
বসন্তকাল ছাড়াও
শোনাতে পারি কোকিলের ডাক
তবে হতে হবে সেই কলম
যে কলমে তোমার মুখে সুন্দর হাসি থাকে
আর সেটা শুধু আমার জন্য
তাতে যদি আমার গোপালভাঁড় হতে হয়
অথবা টম অ্যান্ড জেরী হয়ে অভিনয় করতে হয়
আর তাতে লোকে যদি আমার খারাপ বলে
অথবা হাসি-ঠাট্টা করে
তাতে আমার কোনো আপত্তি নেই
যে কলমে তুমি থাকবে
হালকা কমলা রঙের শাড়ীতে দাড়িয়ে
একটা নারীমূর্তি হয়ে
আর আমি দেখব তোমাকে
আর দেখব দিগন্ত আকাশের রামধনুকে
এইসব দেখতে দেখতে আমি যদি হারিয়ে যায়
তাতেও আমার কোনো আপত্তি নেই
যে কলমে তোমার চুল গুলো উড়বে
হালকা ঝিরিঝিরি বাতাসে
যে বাতাসে থাকবে
একটানা দম নিয়ে ধীরে ধীরে ছাড়া
আমার নিশ্বাস
আর এই দম নিতে গিয়ে
যদি আমার মৃত্যু হয়
তাতেও আমার কোনো আপত্তি নেই
তাই, যদি পার
আমায় সেই কলম দিও
আর, যদি দাও
তাহলে কালি ভরে দিও
তাও আবার অনেক
আমি অনেক লিখব
কারণ তোমায় নিয়ে
আমার অনেক লেখা বাকী