দুপুরের কাশফুল মেঘ
আর দিগন্ত পারের চিল
হাতছানি দিয়ে বলে-
তাড়াতাড়ি চলে এসো
আমি বলি-
দু দন্ড দাঁড়ালে কি এমন ক্ষতি!
ফিরে যেতে যেতে তারা-
হেসেছিল শুধু।


একটা কবিতাই যদি লিখে যেতে হয়,
ছন্দছাড়া,ছন্নছাড়া
আকাশে উড়িয়ে দিয়ে
একান্ত শব্দগুলো-
দেখিই না তুলনা করে নিয়মের কবিদের সাথে।


সেই সব গান কবে, গাওয়া-
হয়ে গেছে শেষ।
আজীবন শুধু তার-
রয়ে যাক রেশ।


শীতার্ত রাতের শেষে
তোমার তৃষ্ণার্ত চোখে-
শ্রাবনের হরিৎ আর্দ্রতা।
একান্ত শব্দ সব, অর্থহীন হয়ে-
দিগন্তে হারিয়ে,হারিয়ে যেতে চায়।

১৯৯০