আমার জীবনের
অনেকটা সময় জুড়ে
নির্জন ভেড়ির ধারে -
মদন বদ্যির ভাটিখানা।
আর বাকিটা সময় -
পা টেনে টেনে চলা।

হঠাৎই ফস করে বলে বসি -
প্রেম ও করেছি তো ,
মাধবী ,মালতি বা লবঙ্গ লতার সাথে ।

তারপরে …চুপচাপ
খেজুর গাছের ডালে
নিঃসঙ্গ ঘুঘু ডেকে ওঠে ,
সাবাই ঘাসেরা ফিসফিস করে কথা বলে ।

শিবেন শিকদার স্বগতোক্তি করে -
দু চুমুক খেযে বাওয়ালি করিসনে বাপ ।
তার চেয়ে -
শুকনো নদীর চরে ,
শুয়ে পড় গিয়ে ।

১৭।৯।১৯৯০
কোলকাতা