যাক মরে যাক সব ক্ষুধার্ত মানুষ-
নেকড়েরা নখগুলো করুক ধারালো।
জাগুয়ার, মিরাজে ভরে ফেল দেশ।
কাগজে ফলাও করে বেরোবে খবর,
কতজন আহত, কত প্রান হারালো।
নেকড়েরা নখগুলো করুক ধারালো।
ঐতিহাসিক কীর্তি ফিরে যাক ইতিহাসে।
এটমে,ন্যাপামে সব দাও উড়িয়ে।
হিরোশিমা,নাগাসাকি ফিরে আসুক আবার
হিটলার,মুসোলিনি হাজার,হাজার।
হাতে হাতে দুনিয়ার সেরা হাতিয়ার।
"সভ্যতা" মুখোশটা নাও সরিয়ে,
এটমে,ন্যাপামে সব দাও উড়িয়ে।
আরো টুকরো টুকরো করো দেশগুলো,
সাম্প্রদায়ীকতা আরো তীব্র করো।
প্রেম প্রীতি ভালোবাসা তুচ্ছ করে,
হাজার,হাজার আর সৈন্য গড়ো।
সেতার, গীটার ছেড়ে অস্ত্র ধরো।
কালো কালো জ্ঞানহারা নেকড়ে গুলোকে
বিশ্বপিতা তুমি দেখাও আলো।
অন্ধকার থেকে জ্ঞানের আলোকে-
পথের নিশানা তুমি দেখিয়ে চলো॥
২১।১।১৯৮৩
ঝাড়গ্রাম