পিছনে সবুজ ক্ষেত
সামনে শ্মশান।
দেয়ালের রঙ মুছে যায়।
ক্ষ্যাপা দামোদর-
কতো রঙ মুছে দিয়ে গেছে
শ্মশানকে শুধাই।
অনেক সবুজ ক্ষেত,
অনেক বালির চর
পার হয়ে এসে-
আমার অনেক রঙ মুছে দিয়ে যেতে
দাঁড়িয়ে নিথর-
শীত, শীত নীল দামোদর।
১৯৯১
চাঁপাডাঙ্গা