বালির পাহাড়, বালির ছোট ঘর, ছোট ছোট বাড়ি
শুকনো নদীর চরে করে নিয়ে, কবে থেকে বসে আছি-
অনিকেত কথা রাখেনি।

ভালোবাসাবাসি, অবাস্তব কল্পনির্মান।
অনিকেত এখনো আসেনি।

চাঁদ ধোয়া সমুদ্রের জলে
ছোট ছোট ঢেউ
আকাশের মতো রুমা মিত্রের চোখ নীল-
                                 নীল শাড়ি।
উড়োউড়ি বসন্তের দিন- রাত।
ভবা পাগলার একান্ত খুশির সব-
                 এলেবেলে ভাষা।
অনিকেত, অনিকেত আজো কেন এখনো আসোনি!