১
চাঁদ ডুবে গেছে, তাই-
আরব সাগরের জল
তিস্তার স্রোতের মাতো
কেঁপে কেঁপে উঠে-
মিলিয়ে যায়-
সন্ধ্যার বিহঙ্গের মতো
উলঙ্গ অকাশের বুকে ।
২
শেষ শিউলি ফুলেরে, আজ
শেষ প্রশ্ন করি, তার্-
শেষ পাঁপড়ি টুকু ঝরে গেছে কিনা, তার-
শেষ উত্তর - আমি বেঁচে আছি।
৩
বসন্ত আসে, আর -
সঙ্গোপনে চলে যায়,
ফেলে শুধু রেখে যায়-
আরব সাগরে কয়েকটা-
বিষন্ন ঢেউ।
৪
এ শত অরন্যের মাঝে
শতরূপে তুমি-
এ বন্ধ্যা সন্ধ্যার মাঝে-
অন্ধকার চুমি
অস্তকিরন রেখে যাও।
৫
এ বিষন্ন বসন্তের শেষে-
চিরসুখ, চিরশান্তি পথে।
নিয়ে যেয়ো মহানন্দ তুমি-
যাব তব চিরআনন্দ রথে।