অতীত হওয়া আকাশে
স্বপ্নেরা জমাট বাঁধে ,
অনাদৃত মাটিতেই
মন ছোঁয়া মেঘ ঝরে ।
দুর্ভেদের অরণ্যে
মরানদীতে আসা স্রোতে
শুকনো পাতারা ভেসে যায়
হারিয়ে যাওয়ার ঠিকানায় ।
বালুচরে আটকে গেলে
জাফার দিয়ে খেলা হাওয়ায়
ইচ্ছে পুরনের আশা নিয়ে
নদীর অর্থ খুঁজে ।