চোখগুলো তখন
গভীরতার সান্নিধ্যে-
ব্যাকুল,
মেঘবরণ কেশ
আদরের ছোঁয়ায়
মুক্ত
বৃষ্টি হয়ে
ঝড়ে পড়ছে-
কখন কাঁধে
কখন শূন্য বুকে,
রঙিন আলোর মায়া সন্ধ্যায়
ততক্ষণে হারিয়েছে
ঠোটের প্রসাধন,
এবার তার
মিলিয়ে যাওয়ার পালা
পশম বক্ষে,
বুকের দুপাশে লুকিয়ে রাখা-
লজ্জা
হারিয়েছে আবরণ
ভালোবাসার সন্ধানে,
নিঃশ্বাসের ঝড়ে আজ
দুটি হৃদয়-
আপ্লুত!