আধুনিকতার বেড়াজালে
প্রায়ই ভুলে যাই,
তবু শেকড়ের টানে
একদিনই হোক – মনে পড়ে
তাদের কথা।
আমার ভিটে-হারা মাতৃভাষাকে
সেদিন হঠাৎই
খোঁজে পেয়েছিলাম এক স্কুল চত্বরে
প্রত্যন্ত গ্রামে,
ছোট্ট শিশুরা অজান্তে
অবলীলায়
ফিরিয়ে দিয়েছিল আমার শৈশব,
লেগে আছে আজও যাতে
মাতৃভাষার সুগন্ধ।
আজ আমার শহরে বসেছে
পিজা, বার্গারের হাট
লেগেছে মল্ এর মেলা,
একটা যুগ পেরিয়ে
এখন আমাদের গায়ে গায়ে –
“ব্র্যান্ড”!
কিন্তু আজও
নিজের পরিচয় খোঁজতে
ধুলো মাখাতে হয়
পুরনো ট্রাঙ্কে
কতগুলো কাগজের মধ্যে;
অতএব
সেই একই জায়গায় দাঁড়িয়ে আছি
যেখান থেকে সংগ্রামের শুরু
তাই শেকড়ের টানে
আবারও ফিরে যাই
উনিশেরই পথে।

**(উনিশে মে, ঈশান বাংলার শহীদ দিবস উপলক্ষে লেখা)