তোমার আমার মধ্যে
এখন এক বালিশের ব্যবধান
আর পুঞ্জিভূত অভিমান
রোজ পাহাড় হয়ে দাঁড়ায়,
বদ্ধ ঠোটের পাহারায়
কথাগুলোও নিশ্চুপ-
প্রাণ হারায়;
কখন ইচ্ছে হয়
পাশ ফিরে শুতে,
পায়ে পায়ের আলতো ছোঁয়ায়
বরফ গলিয়ে দিতে;
কিন্তু কিছুই হল না,
‘ইচ্ছে’ আর ‘ইগো’ এর লড়াইতে
কিছুই রইল না!
এখন এলোমেলো হয়ে
পড়ে আছে কিছু পাতা-
কবিতার বই এর
যার প্রতিটি কবিতা
তোমাকে উৎসর্গ করেছিলাম একদিন,
আজ সব মুখ ফিরিয়ে শুয়ে আছে
তোমার সাথে।