ছোট্ট ঘরে সোনার তরী
সোনার খাঁচায় পাখি।
পাখি যে ওই উড়তে চায়
বকম বকম ডাকে।

আকাশ ঘিরে মেঘ করে যেই
সূর্যটি দেয় উঁকি।
ঝলমলিয়ে উঠলো জেগে
খুকুমণির মুখটি।

স্বপ্ন যখন একটু দূরে
হাত বাড়ালেই পাবে তারে।
অজানাতে হয়ে ভুল
কার সাথে গেলে।

মুখটি যখন গোল হয়ে যায়
কি হবে সে খুঁজছে উপায়।
স্বপ্নরে তুই করিস কিযে
ভুল সুধরে আয়না ফিরে।

দুই পারে ওই ডাক দিয়ে যায়
মাঝিরে তুই আয় ফিরে আয়,
যাব আমি চলে।

যাবার সময় একটু ভাটা
নদীযে ওই যায় শুকিয়া।

ঝোড়ো হাওয়া টান দিয়ে যায়
একটু দূরে ফিরে।।