এক ছেলের এক বাবা ছিলো
ছিলো যে তার মা শিখা ।
জন্মের সময় মা মারাযায়
বাবা হয়ে যায় একা ।
ছেলের জনমে এক গাছ কে
বাবা এনে বসায়।
জল না পেয়ে গাছ মৃত প্রায়
তখন বাবা জল নিয়ে জায় ,
গাছের দিকে হেঁটে ।
অমনি তখন বাছা কাঁদে
দৌড় দিলাম ঘটি রেখে ,
তখন জল না গছে মেলে ।
গিয়ে দেখি বাছা আমার
কাঁদে আকুল স্বরে।
দুধের বোতল মুখে তুলে
শান্ত করি তাকে ।
ওরে গাছ সেদিনো করেছি
তোর সাথে অবিচার ।
সে ওসব রাখিনি মনে
আজো আমাকে ফল দেয় ।
তোর ফল বিক্রি করে
আজো টাকা আমি পায়।
ছেলের কাছে কড়ি চাওয়ার
সুযোগ মেলা দায় ।
কথাগুলো মনে করলে
চোখ থামেনা আমার ।
তোর গোড়াতেই বসে কাঁদি
চোখ মুছে নিই আজ ।
আজ তোকে বলি শোন
এই নে চোখের অমূল্য রতন
তোকে অমূল্য জল দিলাম।
খোকা যেন সুখে থাকে
তবুও দোয়া করিস।
আমিতো বাবা তবুও ভালোবাসি
একটু দোয়া করিসরে তুই
তাকে আজো ভালোবাসি
মিলুক তার আশিষ ।।