আকাশ জুড়ে মেঘ জমবে
চাইছে যে ঐ আমজনতা।
এই গরমে গা হাঁসফাঁস
এক পশলা বৃষ্টির ডাক ।

ঝড় বৃষ্টি নামবে বুঝি !
জানিয়ে দিলো আবহা অফিস।
শুনে স্বস্তি যদিবা মেলে
চোখের জলটি ফেলে।

ধানের বোঝা মাথায় নিয়ে
বুকের মাঝে ভয়কে চেপে,
চাষিরা দৌড় দিলো ।

আকাশ জুড়ে মেঘ করেছে
তুলছে হওয়া দুলছে গাছে।
ছেলেরা সব গাছের নীচে
দৌর দিলো আম কুড়াতে।

যেমন দুঃখ তেমন সুখ
সুখ দুঃখের ঐ একোন মুখ ।

আকাশ ডাকে বৃষ্টি নামে
ঝড়ের দাপট নাম ছড়ালো ,
মিডিয়ার হাত ধরে ।

তছনছ সব গাছ গাছালি
আহত কিংবা নিহতের বলি ;
শান্তি নাকি অশান্তির মিছিল ।।