রঙিন রঙিন পাখি ওড়ে,
নীল আকাশে মেঘে ঘুরে।
ছোট্ট খোকা বাগানজুড়ে,
ফুলের মাঝে হাসি করে।
রাতের তারা চোখ মারে,
চাঁদের হাসি মিষ্টি লাগে।
শিয়াল ডাকে দূর বনেতে,
হরিণ খেলে ছুটে ছুটে।
সকালের সূর্য ওঠে হাসি,
গান গায় পাখিরা খুশি।
সবুজ মাঠে খেলে শিশু,
আনন্দে ভরে ওঠে
আমার হৃদয়টি!
ইচ্ছে করে ভেসে বেড়ায়,
সারি সারি মেঘের ভেলায়।
সোনার ফসল দিচ্ছে চমক,
আকাশ যেন দিচ্ছে ডাক।
গা ছম ছম মেঘ গম গম,
আজ হবে কি তার আগমন।
ছোটো খোকা ছুটছে দেখি,
আম বনের ঐ দিকে ।
সাঝরি দেখি বাটি হাতে,
শিল কুড়াতে থাকে।
ঝড়ের গতি টান দিয়েজায়,
ঘোষের বাড়ি বাতি নিভে যায়।
ঠান্ডা বাতাস দেয় কাঁটা দেয়,
ঘুম আসে গভীর ভাবে।।