নীল আকাশে মেঘের ছোঁয়ায়,
বাতাসে আজ মোন মাতে তাই।

গ্রামে গ্রামে আজ ঠান্ডা হাওয়া,
প্রকৃতির দেখো স্নেহের ছোঁয়া ।

পাখির ডাক আর ভোরের আলোয়  ,
প্রকাশিত ফুলের বাহার ।

সবুজ পাতায় আলোর কিরণ,
মুগ্ধ করে করে হৃদয় এ মোন।

ধানের ক্ষেতের সোনালি আভায়,
হারিয়ে যাওয়া কোন সে দেশে ।

মেঠো পথের কাঁকর ধূলি,
মায়ের আঁচল আড়াল করে।

গরুর গাড়ি দৌড়ে চলে
ঢং ঢং ঢং শব্দ করে।

চাঁদের আলোয় সন্ধ্যাবেলায়,
জোনাকিদের মনেহয় লক্ষ তারা।

গাঁয়ের মেয়ের কেমন হাঁসি,
প্রেমে রিদয় বাজায় বাঁশি।

প্রকৃতির সাথে হৃদয়ের বাঁধন,
মিষ্টি স্মৃতির অদৃশ্য টান।

প্রকৃতির মায়ায় ঘুম এসে যায়,
মাগো আমি ভালোবাসি তোমায় ।।