মেঘেতে ঘিরে আছে, তবুও সে আলো দিচ্ছে,
গোপনে বিষণ্ণ চাঁদ আকাশে উঠেছে।
মেঘের আস্তরণে লুকানো তার হাসি,
তবু আলোর কণা ছুঁইয়ে যায়, অদেখা বাসি।
বেদনার মাঝে ও সে থাকে দীপ্তিমান,
আঁধারে আড়ালে থেকেও মুগ্ধতার মান।
চায়নি সে কখনো সবার হৃদয়ে বিরাজ,
তবুও তার আলোয় খুঁজে কেউ সান্ত্বনা সাজ।
চাঁদ জানে, কিছু ব্যথা থেকে যায় নীরবে,
তবু সে আলো দেয়, আঁধারে একাকী রবে।
চিরকাল যেমন, পৃথিবীকে ভালোবেসে,
নিজের ব্যথা ভুলে মেঘে ঢেকে থাকে।
ওই চাঁদ আমাদের শিখায় এক মৌন পাঠ,
কষ্টের মধ্যেও আলো দিয়ে যাওয়ার ঘাট।
অন্ধকারের আড়ালে থেকে যাওয়া অজানায়,
তবুও সৌন্দর্য ছড়িয়ে যাওয়া প্রতিদিনের মায়া।