হে প্রভু, স্নেহের বাঁধনে বেঁধে দিলে,
সৃষ্টি করে এক স্বপ্নময় জগত।
তাহার পরম স্নেহে বাঁচা ছিল,
আলো ছায়ায় ভরা এক মায়ার রথ।
হে প্রভু, কেন এত তাড়াতাড়ি নিলে?
তাহার সঙ্গ ছাড়া জগৎ হলো নির্জন।
দুঃখের সাগরে ডুবালাম নিজেকে,
তবু মেলে না শান্তি সুখের বর্ণ।
সেই হাত, যে হাত ধরে শিখেছি হাঁটতে,
সেই চোখ, যে চোখে দেখেছি স্বপ্নের ছবি।
সব যেন হারিয়ে গেছে রাতের অন্ধকারে,
তবু আমি তোমায় ডাকছি, হে প্রভু,
অভাব পূরণ করিবি।
তোমার দানে পাওয়া সুখ
আজ ব্যথায় মিশে গেছে,
তোমার নেয়া থেকে শিখেছি,
হে প্রভু, কষ্টের মানে।
তবু জানি, তোমার ইচ্ছাই শেষ কথা,
তোমার পথেই যাবে আমার জীবনপথ,
সত্যের সাথে।