আমার শূন্য বিছানায়,
কেউ গন্ধে ভরিয়ে গেছে।
আমি, আতর দিয়ে
ভুলবার চেষ্টা করি।
গন্ধময় ঘরের বন্ধ জানালা, খুলে
একটু শীতল হাওয়া আসুক ।
অভিসন্ধির গন্ধটা, উড়ে যাক অন্য কোন দেশে।
এখানে পর্বত উপত্যকা,
সবার মন কারে।
এখানে সবাই,
সমতল ভূমিতে চাষ করে।
এখানে সবাই ভিক্ষুক,
ভিক্ষা পাত্রে চায় উষ্ণতা - তোমার প্রেমের।
আমিতোমার গন্ধে মিশেছি
বাউলের আকরা গানে।