তুমি কি দেখেছ, জলের রুক্ষতা ?
নাকি, বাতাসের আর্দ্রতা?
নুন আনতে পান্তা ফুরায়!
কাঁচা ঘাঁয়ে, নুনের ছিঁটা !
এমনটি রোজি ঘটে।
রুটিনে শুধু বদলে যায়
আমার তোমার ব্যবধান।
তুমি কি খুঁজেছ, মেঘের গভীরতা ?
নাকি, বিদ্যুতের তীব্রতা?
ঠাকুর ঘরে কে ?
নাচ না জানে, আঙ্গন টেড়া!
সব কিছুই ঠিক করে নাও,
ব্যবধানের দূরত্বের দূরত্ব......
ফল্স পারের, শাড়ির আঁচল
আর বাংলার পাঁচ?
সাজানো গোছানো ড্রইং রুম
বেশ চলছে - দাম্পত্য
কলহটা থাক, বৃদ্ধাশ্রমে।