তার পর....
তার পর, কিছুটা মেঘ খন্ড করে নিয়ে গেলেন,
আকাশের বুক থেকে চুইয়ে চুইয়ে ঝরছে রক্ত।
মানুষের নয়, বন্য প্রাণীর নয়
রক্ত - হতাশার, আবেগের, বুক ফাটা যন্ত্রণার।
বৃদ্ধাশ্রম থেকে অনাথ আশ্রম,
দেবালয় থেকে শৌচালয়,
নিষিদ্ধ পল্লীর অলিতে গলিতে চুইয়ে চুইয়ে রক্ত
দেনার দায়ে কৃষকের আত্মহত্যা,
পনের দায়ে বধূ নির্যাতন,
সভ্যতার আড়ালে নারী নির্যাতন।
খন্ড খন্ড মেঘে হারিয়ে শূন্য বুক আকাশে
রক্তে রাঙানো রঙীন বিজ্ঞাপন
বেটি বাঁচাও বেটি পড়াও,
নির্মল বাংলা সবুজ বাংলা,
রক্ত শূন্যতা পৃথিবীর হাজার আলোক বর্ষ।
তারপর....
তারপর সেই রক্ত আগ্নেয়গিরির লাভায়
ফুটন্ত অগ্নি শিখায় ছাই হয়ে শান্ত শ্মশান।
হাওয়ায় মিশে যায় চিৎকার, কান্না, বুকের যন্ত্রণা।
কারণ সবাই জানে ....
মানুষ বুদ্ধিমান, শক্তিশালী, সভ্য প্রাণী।