হাজার কোটির চেয়েও দামি,
তোর মধুর হাসি ....।
তুই, সুখেও হাসতে জানতিস,
জানতিস, দুঃক্ষকে ভোলাতে।
রাগ কিংবা অভিমান,
ভয় কিংবা বিনোদন,
সব অবস্থায়, মন খুলে
তোর, জোরে জোরে হাসা।
এক দিনের দমকা হাওয়ায়,
নিভে যায় প্রদীপ শিখা।
অন্ধকারে খুঁজি তোর ম্লান মুখ,
কান পাতি হাসির প্রতিবিম্বে।
কাতর হৃদয়ে সংযোজিত ভাবে,
করি রাত্রি যাপন গোষ্পদে।
ভোরের ঘুম ঘোর চোখে দেখি,
মোড়ক লড়াই, পাড়াই - পাড়াই।
হাজার কোটির হাসি,নিলামের কাঠ গড়ায়।
আজ কাল চৌকাঠে,কেবল শূন্যতার কারবার।