অভাব অনাটনে ছেড়ে নিজের বাড়ি
চল ভাই যাই, মা'র হাত ধরে
মামার বাড়ি নয়তো মাসির বাড়ি।
গদা, সহদেব, তিনজন মিলে
চেটে পুটে খাব, গুড় আর ভাঁজা মুড়ি।
কুয়াশার আড়াল, লুকোচুরিতে মন ভরি
চল গদা, আজ করি খেজুরের রস চুরি।
দৌড়ে পালাতে হবে যদি তখন পড়ে তাড়া
আম বাগান ছেড়ে ধানের আল,ঐ যে বাগদি পাড়া।
সহদেব কিযে বলে কান পাতি, লোম খাঁড়া
ঠাকুর তলার গাছে, বইছে যে রক্তের ধারা ।
কার রক্ত কিযে বলেন - লোকে লোকারণ্য
রণক্ষেত্র বাগদি পাড়া, অসময় কুয়াশা আচ্ছন্ন।
সহদেব আজ বুড়োর ভেসে
গদাও শুনেছি নিরুদ্দেশে ।
বাগদি পাড়ার, ঠাকুর তলার গাছের তলে
ভিজছে মানুষ রক্ত ধারায় দলে দলে।
বন্ধ জীবন বন্ধ সমাজ, শ্বাস প্রশ্বাস বন্ধ
বন্ধ চোখে আমি খুঁজি, শৈশবের সেই মাটির গন্ধ।