কাক ডাকা ভোর, হকারদের তাগিদে
গরম চায়ের সুর, চায়ে... চায়ে..গরম।
চোখের পাতা দুটো খুলতেই দেখা
জানালার ভেজা কাঁচের বাষ্প মোচন।
আমি তখন বদরপুর জংশন।
বাইরে ঝির ঝির বৃষ্টিতে ভিজে সকালে
সবুজ পাতা গুলি আরো সবুজ আরণ্যক ।
কচি কচি ঘাস গুলো শৈশবের গন্ধে
দুলে দুলে একে অপরের স্নেহে মত্ত ।
অন্য দিকে স্টেশন মাস্টার
বৃষ্টি ভেজা সকালে গরম চায়ে চুমুক ।
একটা শান্তির সকাল ।
একটা সুখের সকাল ।
এখন সবাই শান্ত সবার অবসর।
কাল যখন সূর্য ফেরার অনেক পড়েও
যারা ব্যস্ত ছিলেন অর্থ উপার্জনের
সবাই নিশ্চিন্তে চাদর মুড়ি দিয়ে
ক্ষণিক পরেই সবার চোখ খুলবে
বরাত নদী বয়ে চলবে স্বজোরে
কাছার উপত্যকা মেতে উঠবে চরম ব্যস্ততায়।
আমি এখন বদরপুর পেরিয়ে শিলচরে
২১ শের সেই শহীদ মূর্তির সামনে
অক্ষরে অক্ষরে রক্ত দিয়ে লেখা
"মাতৃভাষা মাতৃ দুগ্ধ মম
হৃদয় জুড়ে বাংলা'ই শ্রেষ্ঠতম" ।